সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯১ জন এবং একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন।
আজ রোবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্হ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘন্টায় বিভাগে ৫৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৯০ জন সিলেটের বাসিন্দা, সুনামগঞ্জের ৭১ জন, মৌলভীবাজারের ১৮৮ জন ও হবিগঞ্জের ৪২ জন।
এনিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ১৬২ জন। তারমধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৫৭ জন। সুনামগঞ্জের ৫ হাজার ২২১ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৪৪৩ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৪৪১ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৩ হাজার ৬০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭জন। তাদের মধ্যে ২ জন সিলেটের, সুনামগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন।
এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৭৮৮ জন। তারমধ্যে ৬২৮জন সিলেট জেলার বাসিন্দা। সুনামগঞ্জে ৫৮ জন, মৌলভীবাজারে ৬৩ জন ও হবিগঞ্জে ৩৯ জন মারা গেছেন। বর্তমানে সিলেটজুড়ে ৪৯৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।