সফিকুল ইসলাম রাজা,গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাঘাটায় ৪২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রি করা হয়েছে ৫৪ হাজার টাকায়। মাছটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে চাঁনমিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে বলে জেলেদের দাবি। সেখান থেকে মাছটি নিয়ে আসা হয় সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে।
গতকাল সোমবার মাছটি বিক্রির জন্য সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হলে মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এ সময় অনেকেই বাঘাইড়টির দরদাম করেন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মিলে ৫৪ হাজার টাকায় মাছটি কিনে ভাগবাটোয়ারা করে নেন।
জেলে চাঁন মিয়া বলেন, নদ-নদীতে মাছ ধরে বিক্রি করাই আমার পেশা। প্রায় একযুগ ধরে এ পেশায় থাকলেও এতো বড়ো মাছ এই প্রথম আমার জালে ধরা পড়ে। এটি ৫৪ হাজার টাকায় বিক্রি হওয়ায় এবার পরিবারের জরুরী চাহিদাগুলো পুরণ করার চেষ্টা করবো।