শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইকবাল বলে র্যাব সূত্র জানিয়েছে।
এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র্যাবের।
সুত্র: সমকাল