কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় মূল্যায়নের মাধ্যমে সব শিক্ষার্থীকে ‘অটোপাস’ দেয়া হয়েছে। এভাবে আর অটোপাস দেয়া হবে না।
২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ইতোমধ্যে পরীক্ষা নেয়ার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের জন্য ৩ মাসে শেষ করার মত একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।
পরীক্ষা কেন্দ্র নিয়েও পরিকল্পনা শুরু হয়েছে। ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার জন্য নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরির্বতনের আবেদন চাওয়া হয়েছে স্কুলগুলোর কাছে। ঢাকা বোর্ড সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।