নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নে ১৫আগস্ট উপলক্ষে চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা বাঙ্গালীপুর ইউনিয়নের মঙ্গলবার দুপুরে বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃশাহজাদা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, আরিফুর রহমান সুমন, আবু জাবেদ লাবু, বাঙ্গালীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল খান,সাধারণ সম্পাদক গোবিন্দ প্রমুখ।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, ১৫আগস্ট শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ কে লালন করে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ কে সুসংগঠিত করতে হবে।