পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রবিবার ২৭ সেপ্টেম্বর ১২টায় আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বরিশাল বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক পটুয়াখালী মো. হুমায়ন কবির, জেলা সিভিল সার্জন ডাঃ মো.জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর-রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দু্ল্লাহ সাদীদসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন কোভিড-১৯ টীকা কার্যক্রম, পরিস্কার পরিচ্ছন্নতা, হাসপাতালে ভর্তিকৃত রোগীর সঠিক চিকিৎসার বিষয়ে শয্যাপাশে গিয়ে খোঁজ খবর নেয় এবং জরুরী ভিত্তিতে জনবল কাঠামো পূরন করার আশ্বাস দেন। ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালকে শীঘ্রই ৫০শয্যায় রুপান্তর করার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।