স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরে অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমছু মিয়া, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন।
এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া সহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।