সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ গার্লস হাইস্কুলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠানে দিবসটি উদযাপন করা হয়।
শুরুতেই জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রেলির মাধ্যমে কলেজ শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়।
গার্লস হাইস্কুলের মাঠে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা মুলক রচনা ও চিত্রাংকন, কবিতা, গজল, গান, কৌতুক ও নৃত্য পরিবেশন করা হয়। বিকাল ২ ঘটিকায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব মোঃ আব্দুস সহিদ মুহিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষিকা মেহেরা বেগমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা লিপি বেগম, প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সর্বজনাব বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, পালপুর উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব,বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সামাদ,ইউপি সদস্য মোহাম্মদ এহিয়া, মোঃ হেলাল আহমদ,সালেহা বেগম, রোটারিয়ান আব্দুস সালাম,পান্জেরীর এরিয়া ম্যানাজার নজরুল ইসলাম, পদক্ষেপ এর এরিয়া ম্যানাজার তাজুল ইসলাম শিক্ষিকা অর্ণা দে সাদিকুর রহমান, ইব্রাহিম আলী, সুহেল মিয়া প্রমুখ।