নীলফামারীর সৈয়দপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খয়রাত বসুনিয়া মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা শুক্রবার বিকালে বোতলাগাড়ী ইউনিয়নে বেংমারিহাট এলাকায় নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি আনিসুর রহমান মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী জেলা মজলিস সূরা সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় আরো উপস্থিত ছিলেন সূরা সদস্য গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য আফসার আলী শাহ,আছির উদ্দিন শাহ,আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খয়রাত বসুনিয়া কে নির্বাচিত করে ইউনিয়নে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ করে দিবেন। গরীব দুঃখী মানুষের হক গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হবে।বিগত চেয়ারম্যান আমলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা,প্রতিবন্ধি ভাতা,সরকারি ঘর, ভিজিডি কার্ড টাকা ছাড়া বা ঘুষ ছাড়া হয়নি।আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে ভাতা করতে কোন টাকা লাগবে না।জনগণের জান মালের হেফাজতের দায়িত্ব আমার।