আগামী ৩১ শে জানুয়ারী ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে ১,২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ‘মাইক’ প্রতিক পেয়েছেন সোহাদা বেগম।
শুক্রবার ১৪ জানুয়ারী প্রতিক বরাদ্দের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটাণিং কর্মকর্তা গোলাম সারওয়ার কাছ থেকে তিনি ওই ‘মাইক’ প্রতিক আনেন।
এসময় উপস্হিত ছিলেন মো. মইজ উদ্দিন, মতি ইসলাম, আং হামিদ, ছদরুল ইসলাম, মংলা মিয়া, বুদাই, জুয়েল আহমদ, আলী হোসেন, মুহিব, আছমান আলী, সুহেল আহমদ, হাসান আলী, বুরহান উদ্দিন, মাছুম আহমদ, মুহাম্মদ আলী, মুরাদ আহমদ, হোসেন, মনছুর, ছাদিকুল্লাহ, সাহী, কবির, ওমর, সহির, সাকির প্রমুখ।