মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামে করোনা ভাইরাস সংক্রমণে অসহায় দুস্হ মানুষের মাঝে মানবিক সহায়তা (জিআর)ত্রান বির্তরণ করেন রমিজ আলম। নীলফামারীর সৈয়দপুরে বুধবার (৭জুলাই) বিকালে উপজেলা খাতামধুপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামে করোনা ভাইরাস সংক্রমণে অসহায় দুস্হ মানুষের মাঝে এান বির্তরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিট্রেট মোঃ রমিজ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃলুৎফর রহমান সংরক্ষিত মহিলা সদস্য শ্রীঃরুপালী রানী, মোহাইমেনুল ইসলাম ঝন্টু প্রমুখ।গুচ্ছ গ্রামে ৬৫টি পরিবারের মাঝে ত্রান প্রত্যক পরিবার চাল ৫ কেজি,আলু ২কেজি, তেল ১কেজি, মসুর ডাল১কেজি, লবণ১কেজি,। রমিজ আলম বলেন,করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ঘরে অবস্থান করার আহবান করেন। সরকারি ত্রান আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে আমরা। মাস্ক ব্যবহার করতে হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।