মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বেবী কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বির্তরণ করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে বুধবার (২৩ জুন) পৌর আধুনিক কমিউনিটি সেন্টার চত্বরে এস কে এস ফাউন্ডেশনের আয়োজনে পৌরসভার সহযোগিতা। পৌর এলাকার কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বির্তরণ করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী। এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভা প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, এস কে এস ফাউন্ডেশনের নজরুল ইসলাম তরফদার প্রমুখ।
পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, অবিবাহিত কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বির্তরণ করা হয়েছে। কিশোরীদের যে কোন সমস্যা পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।