নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুর উপজেলা জাতীয়পাটি আহবায়ক ও ইকু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করেন।
নীলফামারীর সৈয়দপুরে সোমবার দুপুরে ইকু হেরিটেজ এন্ড হোটেল এন্ড রিসোর্টে ঈদুল আযহা উপলক্ষে শহরের হাতিখানা উর্দু ভাষী ক্যাম্পে অসহায় দরিদ্র মানুষের মাঝে ৫কেজি করে চাল প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব খাঁন, জেলা যুবসংহতির সভাপতি রওশন মাহানামা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, সেচ্ছাসেবকপাটি উপজেলা আহবায়ক শফিউল আলম সুজন, জাতীয় শ্রমিক পাটি রেলওয়ে কারখানা শাখার সাধারণ সম্পাদক গোলাম বারী, জাতীয় শ্রমিকপাটি পৌর শাখার আহবায়ক মন্সুর আলী, পৌর জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক রমজান আলী বসুনিয়া প্রমুখ।
সৈয়দপুর উপজেলা জাতীয়পাটি আহবায়ক ও ইকু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করেছি। আগামীতে অসহায় দরিদ্র মানুষের সেবা করতে চাই। সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।