নীলফামারীর সৈয়দপুরে বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২নভেম্বর)রাতে সৈয়দপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাবেক যুবদলের সভাপতি রশিদুল হক সরকার, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম আহবায়ক সামসুল আলম, জিয়াউল হক জিয়া, শওকত হায়াৎ শাহ, আব্দুল খালেক।পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, সদস্যসচিব ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক,ছাএদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু,সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু,সাদেদুজ্জামান সরকার দিনার,মুহিত চৌধুরী, রুবেল, নজরুল ইসলাম লাল বাবু।
সমাবেশে বক্তব্য রাখেন, আহবায়ক আব্দুল গফুর সরকার দেশনেত্রী ও আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি করছি। খালেদা জিয়ার কোন কিছু হলে এ দায় সরকার কে নিতে হবে। সরকার খালেদা জিয়ার ভয়ে আতংকিত হয়ে পড়েছে।