নীলফামারী সৈয়দপুরে দলীয় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে অংগ্নিসংযোগের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১৩ ডিসেম্বর সোমবার বিকাল সন্ধ্যা ৬ টায় শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
আসরের নামাজের পর রেলওয়ে পুলিশ ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সভাপতি মাওলানা সদর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান বিপ্লব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা, চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম, যুব আন্দোলন উপজেলা সভাপতি গোলাম রব্বানী, দিনাজপুর জেলার পার্ববতীপুরের বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত মোঃ জাহাঙ্গীর আলম। গত ১১ ডিসেম্বর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার বাড়িতে অংগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে তারসহ বড়ভাই জুলফিকার আলী ভুট্টু, চাচা জাবেদ আলী, আবেদ আলী ও সোলায়মানের ১৫ টি টিনসেট ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ৩ টি গরুসহ আসবাবপত্র, ধান-চাল, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, টিভি-ফ্রিজ, বইপত্র মিলে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। রোববার এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বক্তারা অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। নয়তো ভোট বর্জনসহ বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুশিয়ারী করেছেন।