সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলার নাজাতুল উম্মাহ নূরানীয়া হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার আগামী ৬ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বারের বার্ষিক ইসলামি সম্মেলন।
ওয়াজ মাহফিলে নছিহত পেশ করবেন শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক, সৈয়দপুর, মাওলানা মুশাহিদুল হক, মুহাদ্দিস বুরহান উদ্দিন (রঃ) সিলেট, মাওলানা আব্দুল হাফিজ, ইদনপুর দোয়ারা, মাওলানা নুমানুল হক চৌধুরী, মুহাদ্দিস শাহ সুলতান (রঃ) মাদ্রাসা সিলেট, মাওলানা বদরুল আলম, দোয়ারা চন্ডীপুরী,মাওলানা ইউসুফ সিদ্দিকী, সিনিয়র শিক্ষক, মারকাজুল উলুম ভমবমি বাজার মাদ্রাসা।
সভাপতিত্ব করবেন মাওলানা শায়েখ আকবর আলী সাহেব, মুহতামিম কামরুপদলং মাদ্রাসা,পীরে তরিকত শায়েখ মাওঃ আব্দুল হান্নান, ছাতক, মাওলানা মুফতি মুনাযির আহমদ সাহেব, মুহতামিম পাগলা মাদ্রাসা।
মাদ্রাসার মুহতামিম মুফতি যুবায়ের আহমদ বলেন, মাদ্রাসাটি অস্থায়ী জায়গায় আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই মাদ্রায় প্রায় ১ শত ৫০ এর অধিক ছাত্র / ছাত্রীকে পাঠদান করা হচ্ছে। মাদ্রাসার জন্য নিজ জায়গার ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসাটিতে নতুন ভবন তৈরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন অত্র মাদ্রাসার মুহতামিম।