দৈনিক উত্তর পুর্ব পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন রোববার ভোরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
মরহুম আলা উদ্দিন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মনসুর আহমেদের ২য় পুত্র ও প্রখ্যাত সাংবাদিক বশির আহমেদের ভ্রাতুষ্পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো (৪৫) বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বিকেল ২টায় জালালপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
সাংবাদিক আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী,গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী সুন্দর আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আখলাকুর রহমান, দৈনিক উত্তর পূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু,অর্থ সম্পাদক বিজয় রায়,সংবাদ কর্মি উজ্জীবক সুজন তালুকদার, গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, এড. শামসুর রহমান, এড ওয়াকিব আলী প্রমুখ।
পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক আলাউদ্দিনকে কর্তব্যনিষ্ঠ, বিনয়ী ও সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। নেতৃবৃন্দ মরহুম আলাউদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেছেন।