সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শফিক আলীর বিজয়ানন্দে প্রবাসে থাকা স্বজনদের উদ্যোগে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
ওয়ার্ডের ৩০০ শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র আনুষ্ঠানিক বিতরণ করেন নির্বাচিত ইউপি সদস্য শফীক আলী ও অতিথিবৃন্দ। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে বুধবার বিকেলে বনগাঁও গ্রাম সংলগ্ন মাঠে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
বনগাঁও সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় স্থানীয় মুরব্বি আলতাব হোসেনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল ও আবদুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত ইউপি সদস্য শফিক আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার খোকন, ইউপি সদস্য ময়না মিয়া, আওয়ামীলীগ নেতা নিশি কান্ত সিংহ, আলকাছ আলী প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স এর সদস্য কামরুজ্জামান কামরুল, এ সময় অতিথি হিসেবে স্থানীয় ডাঃ ইন্দ্রমোহন সিংহ, কামাল উদ্দিন মাষ্টার, মুহিবুর রহমান, তেরাব আলী, আব্দুল লতিফ, ব্রজেন্দ্র সিংহ, মিলন সিংহ, আতাউর রহমান ভূইয়া, মদরিছ আলী, মুক্তিযোদ্ধা আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজর আলী, স্থানীয়, সফর আলী, আব্দুল খালিক, মখলিছ আলী, হেলাল উদ্দিন, আলতাব আলী, ইলিয়াছ আলী, ফুল বাবু সিংহ, জাকির আলী, নিরঞ্জন সিংহ, মাওলানা আবুল কালাম, শফিক আলী, মকরম আলী, হাসন রাজা, বাহার উদ্দিন, আবু সাইদ, ফয়জুর রহমান সহ স্থানীয় লোকজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরমান মিয়া, গীতা পাঠ করেন পুরাহিত সমরজিত শর্ম্মা। ইসলামী সংগীত পরিবেশন করেন আল মামুন।