সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ এ.হোসেন শপিং কমপ্লেক্সে ঐশী টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে বেস্ট কাস্টমারদের সম্মাননা প্রদান করা হয়েছে।
১৪ জানুয়ারি শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ১০জন বেস্ট কাস্টমারকে সম্মাননা প্রদান করা হয়।
মার্কেট কমিটির সভাপতি রোশন আলীর সভাপতিত্বে ও ছাতক ইয়াং স্টারের সভাপতি শিক্ষক নেতা মাষ্টার পংকজ দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব সমাজের অহংকার,তরুণ ক্রীড়া সংগঠক সদরুল আমীন সুহান,মাস্টার আব্দুল বাছিত,মাস্টার খলিলুর রহমান,ইউপি সদস্য জহির আলী, শিক্ষক স্বপন কুমার দাস।পরবর্তীতে ঐশি টেলিকমের সকল কাস্টমারদের মধ্যে বেস্ট কাস্টমার নির্বাচিত হলেন যারা সদরুল আমিন সোহান,জহির আলী মেম্বার,আব্দুল বাসিত, মোঃ খলিলুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সুদীপ দাশ,সঞ্জিত চক্রবর্তী, স্বপন কুমার দাশ,মোহন দাশ রাহুল, জুম্মন খানকে ক্রেস্ট প্রদান করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ঐশী টেলিকমের পরিচালক জনি দত্ত বলেন, আজ ১৫ বছর ব্যবসাটি নিয়ে সফলতার সহিত অতিবাহিত হলো। সকল কাস্টমাদের জানাই সু- স্বাগতম।
আজকের অনুষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।