সুনামগঞ্জের ছাতক উপজেলার বহুল পরিচিত সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান জিজি প্রাঃ লিমিটেডের সামাজিক অঙ্গ সংগঠন “জিজি সোসাইটির” উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১৬ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারসস্থ জিজি সোসাইটির অস্থায়ী কার্যালয় ‘সৈয়দ নজিব উল্লাহ (রহঃ) কমপ্লেক্সে’ এ শীতবস্ত্র বিতরন করা হয়।
সোসাইটির সভাপতি কাওসার আহমদের সভাপতিত্বে ও সোসাইটির সদস্য সজল দাশের পরিচালনায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা, গোবিন্দগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিজি কার্যনির্বাহী কমিটির সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র -ছাতক উপজেলা শাখার সদস্য সচিব, শিক্ষক নেতা পংকজ দত্ত।
সোসাইটির সদস্য আব্দুল্লাহ আল মুমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্টানে আরও বক্তব্য রাখেন জিজি নিউজ টিভির উপ-সম্পাদক,জাতীয় দৈনিক বাংলার আলো পত্রিকার ছাতক প্রতিনিধি, সোসাইটির সদস্য সুদীপ দাশ, হাসান বিরহাম, আলী রহমান রইছ, মোস্তাক আহমেদসহ আরও অনেকে।
পুরো অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিজি প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান আবু মারুফ ও ম্যানেজিং ডিরেক্টর কামাল আহমেদ ও জিজি সোসাইটির সাংগঠনিক সম্পাদক, স্বেচ্চাসেবকলীগ নেতা মঞ্জুর আলম।
সোসাইটির সভাপতি কাওসার আহমদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়া এ অনুষ্টানে শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।