সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থীতা করতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হতে চান তরুণ সমাজসেবক, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ন-আহবায়ক, সাবেক ছাত্রনেতা মো. হোসাইন আহমদ।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনা ভাইরাস জনিত কারণে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করলে আসনটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী হোসাইন আহমদ বলেন, বাংলার সফল রাষ্ট্রনায়ক, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সদ্য প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের উন্নয়নের চাকা চলমান রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে দলের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিতে তিনি আশাবাদী।
এ ব্যাপারে হোসাইন আহমদ দলের সর্বস্তরের নেতা-কর্মী সহ সিলেট-৩ আসনের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।