ফারুক আহমদঃ৷ সিলেটের ওসমানীনগরে উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
রোববার ২০ জুন ওসমানীনগর উপজেলার তাজপুর ভাড়েরা রাস্তার দক্ষিণ দিক হতে ওয়াফদা মোড় হয়ে দুলিয়াবন্দ ও কাদিপুর খাল পাড় রাস্তার চলমান কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, সমাজসেবক মোস্তাফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, এমপির এপিএস অসিত রন্জন দেব, ইউপি সদস্য নেপুর আহমদ, সাইস্তা মিয়া, শহিদ আহমদ প্রমুখ।