সিলেট সুনামগঞ্জ মহা সড়কের জালালাবাদ থানার হাউসা এলাকায় ট্রাক ও দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যুবরণকারী তন্নী বেগম (১৯) সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী ও সুনামগন্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের মতছর আলীর কন্যা।
শনিবার (৪ জুন) দুপুরে তন্নী বেগম সিলেট থেকে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে হাউসা নামক স্থানে দুটি সিএনজির সাথে সিলেট গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা কলেজ ছাত্রী তন্নী বেগম মারা যায়। দুর্ঘটনায় আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।