সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের বড়কাপনের রাজার গাঁও দাখিল মাদ্রাসার অফিসে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে এমন চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসীর তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাদ্রাসার অফিসের তালা ভেঙে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়, অফিসের বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে। গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে গেছে, তবে মাদ্রাসার অফিসের জন্য ব্যবহৃত কম্পিউটার নিয়ে যায় নি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
হাটখোলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মাদ্রাসা কমিটির সদস্য এটিএম সেলিম জানান, ইদানীং এলাকায় চুরের উপদ্রব বেড়ে গেছে, প্রায় সময় মানুষের বাসাবাড়িতে চুরি হলেও এখন তা শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে, এখনই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তুললে অদুর ভবিষ্যতে এদের বিস্তাররোধ করা করা যাবে না, দিন দিন এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এদের লাগামহীন চুরির ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।