ফারুক আহমদঃ সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
রোববার ১৩ জুন রাতে এয়ারপোর্ট থানা পুলিশ লাক্কাতুরা চা শ্রমিক লাইন টিলা থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন- সিলেট লাক্কাতুরা চা-বাগান (চা-শ্রমিক লাইন উপর টিলা) মৃত হরিদাসের ছেলে বাসু দাস (৫২), হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থানার চাঁনপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে জামাল মিয়া (৫২), সিলেট পশ্চিম পীর মহল্লা আ/এ (ঐক্যতান-৮২) মৃত এলাহী বক্সের ছেলে ইলিয়াছ আহমদ (৪৬) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনাতাবাদ বাগবাড়ী গ্রামের নুরুল ইসলাম মাহবুবুল আলম চৌধুরী (২৭)।
এ ঘটনায় বিমানবন্দর থানার পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে। সোমবার (১৪ জুন) সকালে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জাকির।