স্টাফ রিপোর্টারঃ গত ৩ মে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় ও ২নং মাইজগাঁও ইউনিয়নের ১জন সহ মোট ৩ জন অসহায় হত-দরিদ্র পরিবারের রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের মিডিয়া উইংস সিলেট মিডিয়া কর্পোরেশন।
রবি, সোম ও বুধবার যথাক্রমে ৩মে মাইজগাঁও ইউনিয়নের শ্রী মিসি এলাকার দুলাল মিয়াকে,(৫০০০/=)পাঁচ হাজার ৪ মে ঘিলাছড়া ইউনিয়নের পশ্চিম আশিঘর গ্রামের ক্যান্সার রোগী আসুক আলীকে,(৫০০০/ পাঁচ হাজার) এবং ৬ মে ঘিলাছড়া ইউনিয়নের মধ্যেযুধিষ্ঠিপুর ইরাজ আলীর মেয়ের হার্টের চিকিৎসার জন্য (১০,০০০/=) দশ হাজার টাকা।
ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের মিডিয়া উইংস সিলেট মিডিয়া কর্পোরেশন এ-র উদ্যোগে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ রুকুনুজ্জামান চৌধুরী ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার কয়ছর আহমদ,নয়াব আলী এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব মরম আলী,মোমেন আহমেদ, মাও আমিনুর রহমান জুয়েল, মাওলানা আতিকুর রহমান ,ফটিক মিয়া, আবহ সোস্যাল ওয়েলফেয়ার অরগানাইজেশান এর উপদেষ্টা রাসেল আহমদ সংগঠনের দায়িত্বশীল ওয়াহিদুল ইসলাম তাফাদার, লুতফুর রহমান, সোয়েব আহমদ চৌধুরী,বাবু চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘিলাছড়া ইউনিয়ন শাখার সভাপতি শেখ কামরান আহমেদ বাবলু মিয়া,লুকমান আহমদ, তানভীর আহমদ,সাবু মিয়া ও মো: তামিম আহমদ সহ স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে নগদ অর্থ রোগীর অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।
রোগীর অভিভাবকেরা বলেন, আল্লাহতালা তাদের এই দান সমুহ কে কবুল করুন এবং দুনিয়া আখেরাতে উত্তম জাযা দান করুন।
উল্লেখ্য ৩ জন রোগীকে মোট ২০,০০০/= বিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়,।