ডেস্ক রিপোর্টঃ নগরীতে এবার ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটায় নগর ভবনের সামনে এই ঘটনাটি ঘটে। এসময় শ্রমিকদের ইটের আঘাতে সিসিকের কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, বুধবার দুপুরে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিটি করপোরেশন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।
খবর পেয়ে দুপুর ২টার দিকে আটক রিকশা ফিরিয়ে দেওয়ার দাবিতে রিকশা চালকরা মিছিল সহকারে সিসিকের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা প্রধান ফটক বন্ধ করে দেয়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে সিসিকের ৫টি গাড়ির গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে, সিটি করপোরেশন কর্মচারী ও রিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করবেন নগর কর্তৃপক্ষ। সংঘর্ষের পর মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলরদের নিয়ে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, ব্যাটারিচালিত রিকশা শহরে চলাচল নিষেধ। দুপুরে মেয়র এসব অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক রিকশা আটক করেন। এর প্রতিবাদে রিকশার চালকরা হঠাৎ করে মিছিল নিয়ে সিটি কর্পোরেশনের ভিতর প্রবেশ করতে চাইলে সিসিকের নিরাপত্তাকর্মীরা বাঁধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আলোকিতসিলেট /এ আলী/