সিলেট নগরীতে মেয়র আরিফুল হক চৌধুরীসহ কয়েকজন কাউন্সিলের নেতৃত্বে চৌহাট্টা স্ট্যান্ড সরাতে এসে চৌহাট্টা ও দরগা গেইট এলাকা শ্রমিক ও সিটি কর্পোরেশন মুখোমুখি অবস্থানে নেয়।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কয়েকজন কাউন্সিল সিটি করপোরেশনের কাজ পরিদর্শন করতে আসেন। এ সময় চৌহাট্টা স্ট্যান্ড উচ্ছেদ অভিযানে গাড়ী ভাংচুরসহ চলছে তুলকালাম কান্ড!
এ সময় চৌহাট্টা পয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত প্রায় জনশুন্য হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন।