হেফাজতে ইসলামের ডাকে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। স্বাভাবিক দিনের তুলায় নগরের ভেতরে যান চলাচল কিছুটা কম। দূরপাল্লার বাস চলাচল না করলেও সিলেট রেলওয়ে স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচি পালনে সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে পিকেটিং করেছেন হেফাজতের কর্মী–সমর্থকেরা। যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করতে দেখা গেছে। সিলেট নগরের তালতলা এলাকায় কাজীর বাজার মাদ্রাসার সামনে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে। অন্যদিকে সিলেটের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
বিজ্ঞপ্তি।