ফারুক আহমদঃ সিলেটে চলছে সরকার ঘোষিত সর্বাত্নক লকডাউন।
আজ বৃহস্পতিবার ১লা জুলাই কঠোর লকডাউনের প্রথম দিনে নগরীর বিভিন্ন পয়েন্টে রিকশা-ভ্যানসহ কিছু প্রাইভেট গাড়ি চলতে দেখা যায়। বৃষ্টিভেজা শহরে মানুষ চলাচল ছিল একেবারেই সীমিত। ফার্মেসী, কাঁচাবাজার, মাছ বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকান ছাড়া শহরের ছোটবড় সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে শুধু মাত্র রিকশা ছাড়া নগরীর অভ্যন্তরে ২দুই এককটি সিএনজি অটোরিক্সা ও কিছু প্রাইভেট গাড়ী চলতে দেখা যায়।
অননুমোদিত গাড়ী আটকিয়ে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। তবে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
দেখা যায় যে নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দরবাজার, টিলাগড়, আম্বরখানা,জিতুমিয়ার পয়েন্ট, দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় মানুষ ও যানবাহনের সংখ্য ছিল খুবই কম ।
উল্লেখ্য: দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ বৃহস্পতিবার ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।