সিলেটের কোম্পানীগঞ্জে সালিশ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে ইন্তাজ আলী নামে এক পাথর ব্যবসায়ী খুন হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সালিশ থেকে ফেরার পথে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যবসায়ী পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় খুনি আরজ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার জানায়, গ্রেপ্তার আরজ আলী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছে। এ বিরোধ নিরসনের লক্ষ্যে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। সালিশ বিচার শেষ হওয়ার পর বেলা ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে আরজ আলী ছুরিকাঘাত করে ইন্তাজ আলীকে। রক্তাক্ত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় আরজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।