হযরত শাহ জালাল (র) এর স্মৃতি বিজড়িত, দুটি পাতা একটি কুড়ির জনপদ। বিখ্যাত সুফি সাধক, জনগোষ্ঠীর একটি অংশ দেশের বাইরে, বিভিন্ন দেশে ব্যবসা,বানিজ্য ও শ্রমজীবী হিসেবে কর্মরত রয়েছেন । সম্প্রতি, সমগ্র,বিশ্বে,অবস্তানরত প্রবাসী সিলেট বাসীদের নিয়ে, সিলেট এর সার্বিক কল্যাণ ও প্রবাসীদের সমন্বয় সাধনের নিমিত্তে,সকল স্থরের প্রবাসী রাজনীতিবিদ ও জনসাধারণের মধ্যে সিলেট এর কৃতি সন্তান জনাব,আবুল কালাম লুলু, ফজলুর রহমান , এম আলী হোসেন, দারা মিয়া,জিল্লুর রহমান, আবদুল বাসিত, ছফির উদ্দিন, আমির শাহ, শিপলু মিয়া ভাই ঐক্যের ডাক দেন। তারই সাধনার ফসল আজকের “সিলেট মিডিয়া কপোরেশন”। সকল দলের রাজনীতিবিদদের নিয়ে এমন একটি অরাজনৈতিক সংগঠন,সিলেট জেলার সাংগঠনিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্তাপন করবে। সিলেট এর রাজনীতির ইতিহাস খুবই গৌরবময় ও প্রাণবন্ত। ইনশাহ আল্লাহ প্রবাসী এই সংগঠনের দক্ষ ও অভিজ্ঞ নেতৃবৃন্দের নেতৃত্বে ও সহযোগীতায় আমাদের সিলেট অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনীতি আরও উন্নতি ও সমৃদ্ধি লাভ করবে।আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এই সংগঠন ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় আমাদের এই সংগঠনের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আশা করি, আমাদের এই সংগঠন সিলেট জেলা, দেশ ও সমগ্র বিশ্বের কাছে একটি মাইল ফলক হিসেবে থাকবে এবং সিলেট মিডিয়া কপোরেশন সাংগঠনিক ইতিহাসে একটি নজির স্তাপন করবে।