সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১৫ জন এবং একই সময়ে সুস্থ হয়েছেন ৩০৩ জন।
আজ বুধবার (৪ ঠা আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্হ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন শনাক্ত হওয়া ৭১৫ জনের মধ্যে ৪৫৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৯৭ জন, হবিগঞ্জের ৩৮ জন এবং মৌলভীবাজার জেলার ১২৬ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৬ হাজার ৬৭৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ২ জন, হবিগঞ্জে ৫ হাজার ১১৪ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৩৯ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ৩০৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৩৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জ জেলার ১৩ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৩১ হাজার ৯৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৮৯৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৪১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৯৩ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৪১ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৪৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৯৬ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪১ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ জন রয়েছেন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩২৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৬ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন আছেন।