লকডাউন বাস্তবায়নে সিলেট নগরী ও আশেপাশে পুলিশের দেয়া বাঁশের ব্যারিকেড। করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনে কড়াকড়ি চলাকালীন সময়ে এ ব্যারিকেড থাকবে বলে নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১৯ এপ্রিল) চলমান লকডাউনে সিলেট নগরী ও আশেপাশে ১৪টি পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়। সকাল ৮টার দিকে হুমায়ন রশিদ চত্বর, মেন্দিবাগ পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, এয়ারপোর্ট রোড, তেমুখি পয়েন্টসহ মোট ১৪টি পয়েন্টে এসব বাঁশের ব্যারিকেড দেয় পুলিশের ট্রাফিক বিভাগ। এতে সকাল বেলা ঘর থেকে বেরিয়ে পড়া রিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট গাড়ীসহ বিভিন্ন ধরণের গাড়ী নিয়ে অনেকে পড়েন বিপাকে। যানবাহন ছেড়ে যাত্রীরা পায়ে হেঁটে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যায়। তবে লকডাউনের মধ্যে জরুরী যেসব গাড়ী চলাচলের অনুমতি রয়েছে এসব যানবাহন চলাচলে বাঁশের ব্যারিকেড তুলে দিয়ে চলাচলের সুযোগ করে দিতে দেখা গেছে পুলিশের লোকজনদের।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, লকডাউন আরো কঠোর করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামী আরো কয়েকদিন বাঁশের এসব ব্যারিকেড থাকবে বলে জানান তিনি।
আলোকিত সিলেট/বিএইচ-০৫