সিলেটে করোনা সংক্রমণের কারণে আন্তর্জাতিক নারী দিবসে শুরু হওয়া মাসব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা স্থগিত করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সকালে মেলা স্থগিতের নির্দেশনা দিয়ে মেলার স্থানে একটি নোটিশ করেছে মেলা কর্তৃপক্ষ।
করোনার তৃতীয়দফা সংক্রামণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে জনসমাগম, সভা-সমাবেশ বন্ধের নির্দেশনা দেওয়া হলে মঙ্গলবার দিবাগত রাতে এক সিদ্ধান্তের আলোকে মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধ ঘোষণা করে বলে জানা যায়।
এর আগে (৮ মার্চ) নারী দিবসে সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে নারী উদ্যোক্তাদের সম্মেলন উপলক্ষে পণ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
এদিকে করোনার ঝুঁকি প্রতিরোধে পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা বন্ধ করতে বিভিন্ন মহল থেকে দাবি উঠলে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন থেকে মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এক সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এমন সিদ্ধান্তের পর পর মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধের ঘোষণা দেয় বলে একটি সূত্রে জানা যায়।