সিলেটে অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশাচালক নোমান হাছনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবদুল মোমেন শুনানী শেষে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বলেন, আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।