ফারুক আহমদঃ সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন রোগী একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ৪৪২ জন।
আজ শুক্রবার ৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (স্বাস্হ্য) ডা. সুলতানা রাজিয়ার স্বাক্ষরিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ডা. সুলতানা রাজিয়া জানান সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১০২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জন করোনা রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ৪৩.১২ শতাংশ।
তিনি আরও জানান, নতুন রোগীদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, বাকী একজন হলেন মৌলভীবাজারের।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। আর মোট মারা গেছেন ৫১১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া বর্তমানে সিলেটজুড়ে বিভিন্ন হাসপাতালে ৫৫১ জন করোনারোগী ভর্তি রয়েছেন।