কালবৈশাখি ঝড় সাধারণ বৈশাখ মাসে হয়ে থাকে। বৈশাখ আসতে এখনও প্রায় দেড় মাস বাকি। ঋতুচক্রে এখন চলছে বসন্তকাল। সিলেটের উপর দিয়ে বসন্তেই বয়ে গেলো কালবৈশাখি ঝড়।
শনিবার (৬ মার্চ)ভোরে ও রাতে তীব্র ঝড় বয়ে যায় সিলেটের উপর দিয়ে।নশনিবার সন্ধ্যা পর থেকে শুরু হয় ঝড় ও বৃষ্টি। যা প্রায় এক ঘন্টা অব্যাহত ছিলো।
টানা খরার পর মৌসুমের প্রথম বৃষ্টিতে সিলেটবাসীর মধ্যে স্বস্থি দেখা দিলেও ঝড়ের কারণে আতঙ্কেও ভূগেছেন অনেকে। অনেক এলাকায় জলাবদ্ধতাও দেখা দেয়।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ রাতে বৃষ্টি হতে পারে তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিলো। এই মাসে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।