সিলেটে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দেরকে নিয়ে বিশাল আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি সিলেটের ঐতিহ্যবাহী রেজিষ্টারী মাঠ হতে শুরু হয়ে জেলা পরিষদ মিলায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্টাতা সভাপতি জহির উদ্দিন (মবু), বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ইউরোপীয় ইউনিয়ন শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং সিলেট বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ (রুনু), সিলেট বিভাগীয় শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, সাধারণ-সম্পাদক মোঃ মামুনুর রশীদ, মহানগর শাখার সভাপতি জেসমিন নাহার, সাধারণ-সম্পাদক মোঃ মোস্তফা উল্লাহ্ ও সাংবাদিক তোফায়েল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগ, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।