সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম বুশরা (৭)। সে খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে।
এদিকে এই ঘটনার পর পরই উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে খাগাইল এবিএস ব্রিকস এর সামন দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পাড় হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা কোনমতে বেঁচে গেলেও নাতিনের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয় বুশরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।