করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন এর প্রথম চালান ৩১ জানুয়ারি সিলেটে এসে পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি রোববার থেকে সিলেটে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানা গেছে।
টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য ৩৯টি কেন্দ্রে ১২০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
মঙ্গলবার (২ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথীর সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান ও বর্তমান কো-অর্ডিনেটর মোহাম্মদ নাজিম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল।
তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহোদয়কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাজের উপর বিশ্বাস রেখে ভেকসিনেশন কাজে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক জাফর ইমাম শিকদার।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট এর কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট ইউনিটের উপ-পরিচালক আব্দুস সালাম, বিভাগীয় প্রধান রিনা বেগম প্রমুখ।