সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে সুস্থতার হারও। ইতোমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন এবং সুস্থ হয়েছেন আরও ১২ জন। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ১৩ জন এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৩৬৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১২ জন রয়েছেন।