ফারুক আহমদ: সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৮ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৫৩জন। আর সুস্থ হয়েছেন ১০৬জন।
সোমবার ৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন। তারমধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের আরও ১ জনের প্রাণহানী হয়।
একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৩ জন। তারমধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৬১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৬৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ০৭৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১৮২ জন ।
এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৬ জন। তারমধ্যে সিলেট জেলার ৮৫ জন, হবিগঞ্জের ৭ জন, মৌলভীবাজারে আরও ১৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৬ জন। তারমধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৪০১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৪ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে আরও ১৫ জন।