ফারুক আহমদঃ সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন রোগী, যা সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৯ মৃত্যু দেখেছিল সিলেট।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৩ জন।
আজ বোধবার ১৪ জুলাই সকালে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (স্বাস্হ্য) ডা. সুলতানা রাজিয়ার স্বাক্ষরিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ডা. সুলতানা রাজিয়া জানান সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ৪৩৩ জন করোনা রোগী পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬৯ জন, সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ৯৮ জন এবং মৌলভীবাজারের ৩৪ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা হল ২৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৭২ জন, সুনামগঞ্জের ১৬ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজার জেলার ২৭ জন বাসিন্দা। বিভাগে এ পর্যন্ত ২৫ হাজার ৬১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫৯৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৩৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২১৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭২ জন।
আজ বোধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩০ হাজার ৮৯১ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০ হাজার ২২৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৩১ জন, হবিগঞ্জে ৩ হাজার ৩৮৪ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৮৫০ জন রয়েছেন।
আর মৃত ৯ জনের মধ্যে সিলেট জেলার ৭ জন ও মৌলভীবাজার জেলার ২ জন বাসিন্দা।
এই ৯ জন সহ মোট সিলেট বিভাগে করোনা ভাইরাসে মারা গেছেন ৫৪৩ জন রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৭ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৪২ জন।
এদিকে আক্রান্ত ৪৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।