সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০২ জন এবং একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭০ জন।
আজ সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্হ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ ১৫ জনই মারা গেছেন সিলেট জেলায়। ১ জন করে মারা গেছেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। নতুন মৃত্যুবরণকারী ১৭ জন মিলিয়ে সিলেট অঞ্চলে করোনায় মৃতের সংখ্যা এখন ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৪৩ জন মারা গেছেন সিলেট জেলায়।
বাকিদের মধ্যে ৫৯ জন সুনামগঞ্জের, ৬৪ জন মৌলভীবাজারের এবং ৩৯ জন হবিগঞ্জের বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় বিভাগে ৭০২ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৬৭ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪২৯ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৬ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ৮১ জন রোগী শনাক্ত হয়েছেন। ২ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩২.৮২ শতাংশ।
মোট বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৬৪ জন। তার মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৪৮৬ জন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৩০৭ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৫৪৯ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৫২২ জন রয়েছেন।
এদিকে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরো ৪৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৩ হাজার ৫৩০ জন।
সিলেটে বর্তমানে ৪৭৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।