সিলেটে নতুন করে আরও ১৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সিলেটের তিন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব মানুষের করোনা শনাক্ত হয়। তিন ল্যাবের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৩ জন, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে ২২ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনাক্তদের মধ্যে ২০ জনই সিলেট নগরী ও বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে সুনামেগঞ্জের ২ জন এবং হবিগঞ্জের ১ জন। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনাক্তদের মধ্যে এসএমপি এলাকা ৩৩ জন, সিলেট জেলার ১২ জন, হবিগঞ্জ জেলার ১৮ জন, মৌলভীবাজার জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলা ৬ জন।
আলোকিত সিলেট/বিএইচ/এ