সিলেটের রশিদপুরে সড়ক দুর্ঘটনা রোধে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।
ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় গত শুক্রবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার প্রেক্ষাপটে সংগঠনটি রোববার এই কর্মসূচি পালন করে।
এ সময় তারা স্পিড ব্রেকার নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কবাতি স্থাপন, রোড ডিভাইডারের মাধ্যমে পৃথক লেন এবং দূরপাল্লার বাসে দু’জন করে চালক রাখার দাবি জানান।