ডেস্ক রিপোর্টঃ দুই প্রভাবশালীর মন্ত্রীর সমন্বয়হীনতা, দ্বন্দ্ব ও দুরত্বের কারণে থমকে যাচ্ছে সিলেটের উন্নয়ন কার্যক্রম। সিলেটে বিভিন্ন মেগা প্রকল্প কাগজে কলমে নেয়া হলেও তা বাস্তবায়নে দেখা দিয়েছে চরম ধীরগতি। বছরের পর বছর আশ্বাসের বাণী শোনানোর পরও আলোর মুখ দেখছেনা বড় বড় প্রকল্পগুলো। এ নিয়ে অন্তহীন ক্ষোভ, হতাশা ও উদ্বেগ সিলেটের সচেতন মহলে।
সিলেটের সুশিল সমাজের অনেকে মনে করেন, মন্ত্রীদের দুরত্বের কারণে ক্রমেই পিছিয়ে যাচ্ছে সিলেট। তাদের দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে সিলেটের উন্নয়ন বিদ্বেষী চক্র। ফলে উন্নয়নের দৌড়ে বার বার হোঁচট খাচ্ছে সিলেট। অন্যান্য অঞ্চলে যেখানে মেগা প্রজেক্ট দ্রুত বাস্তবায়ন হচ্ছে সেখানে উল্টো চিত্র সিলেটে। তারা মনে করেন, সফল নেতৃত্বের কারণে ঢাকা-চট্রগাম চারলেন প্রকল্প এখন দৃশ্যমান। সিলেট-ঢাকার চেয়েও কম গুরুত্বপূর্ণ কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক প্রকল্প এগিয়ে চলেছে। অথচ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প এখনো অন্ধকারের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছে।
একইভাবে সিলেটের উন্নয়ন থমকে গিয়েছিলো ১৯৯৬-২০০১ মেয়াদে তৎকালীন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদের দ্বন্দ্বের কারণে। সেসময় একজন একটি মেগা প্রজেক্ট নেন তো, অন্যজন বাধার প্রাচীর হয়ে দাড়ান। ফলে সিলেট তখন কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত হয়। তাদের তখনকার দ্বন্দ্ব ছিলো ‘টক অব দ্য কান্ট্রি’।
যেন তাদের সেই পথ অনুসরণ করেই এগুচ্ছেন সিলেট ও সুনামগঞ্জের দুটি আসন থেকে নির্বাচিত বর্তমান দুই প্রভাবশালী মন্ত্রী।