করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত কঠোর লগডাউনে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪৫ মুক্তিযাদ্ধাদের মধ্যে প্রধামন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার ৯ আগস্ট উপজেলা পরিষদের খাদ্য গোদামের সামনে ৪৫ মুক্তিযাদ্ধা পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মুক্তিযাদ্ধাদের খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
এসময় ইউএনও সুমন চন্দ্র দাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে চলমান লকডাউনে উপজেলার শ্রমজীবি, ব্যবসায়ী, পরিবহণ শ্রমিকসহ প্রতিটি সেক্টরে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এর বাইরে যারা ৩৩৩ এর মাধ্যমে সহায়তা চাচ্ছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে অসচ্ছল কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর এ মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ইউএনও সুমন চন্দ্র দাশ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহাব আলী, ভাইস কমান্ডার রণজিৎ ধর রণ, পৌরসভা সহায়ক কমিটির সদস্য ফজর আলী, খাদ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকতাবৃন্দ।