সিলেটের বিশ্বনাথে পিএফজি উপজেলার ফলোআপ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ৬ ডিসেম্বর পৌর শহরের পুরানবাজারস্থ সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা কার্যালয়ে সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজামান আসাদের সভাপতিত্বে ও পিএফজি’র কো-অর্ডিনেটর এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সহসভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের প্রভাষক নাসরিন জাহান, দি হাঙ্গার প্রজেক্ট সিলেটের আঞ্চলিক সমন্বয়কারি মোজাম্মেল হক, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও উত্তর বিশ্বনাথ কলেজের প্রভাষক আফিয়া বেগম, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও গণফোরামের আহবায়ক তরিকুল ইসলাম, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান স্বপ্না শাহিন, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও ইউ/পি সদস্য রাসনা বেগম, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও ইউ/পি সদস্য মিনা বেগম, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও ব্যবসায়ী হোসাইন আহমদ শাহিন, জাতীয় পার্টি নেতা সুহেব মিয়া, শিক্ষার্থী শাহাদাত বিন হোসাইন।
সভায় বিশ্বনাথের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং আগামী ১৯ ডিসেম্বর উপজেলার বেকারত্ব দূরীকরণ বিষয় নিয়ে পিস ইভেন্টের সিদ্ধান্ত গ্রহন করা হয়।